একমাত্র বাদ ছিলেন শ্বেতা ৷ এবার তিনিও এলেন অভিনয়ে ৷ তবে সিনেমায় নয়, বরং বিজ্ঞাপনে দেখা যাবে অমিতাভ কন্যা শ্বেতা নন্দাকে ৷ (Photo: Kalyan Jewellers)
বচ্চন পরিবারের কর্তা অমিতাভ বচ্চন বলিউডের শহেনশাহ ৷ অন্যদিকে ওই পরিবারকেই নিজের হাতে ধরে রেখেছেন জয়া বচ্চন ৷ শ্বেতার দাদা অভিষেক বহুদিন থেকেই বলিউডে ৷ তার ওপর বৌদি ঐশ্বর্য তো বলিউড ডিভা ৷ এই অবস্থায় শ্বেতা বা বাদ থাকেন কেন? (Photo: Kalyan Jewellers)
সালোয়ার-কুর্তা পরে একেবারে সাধারণ মেয়ের লুকে শ্বেতা ৷ সঙ্গে অমিতাভের লুক ছিল গলায় মাফলার জরানো, চোখে চশমা৷ (Photo: Kalyan Jewellers)
No comments:
Post a Comment