#কিয়েভ: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মানেই যেন আলাদা উদ্যম নিয়ে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা ৷ কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রাতে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব নিজেদের দখলে করেছে জেনেদিন জিদানের ছেলেরা ৷
রাশিয়ায় বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র সপ্তাহ দু’য়েক ৷ বিশ্বকাপের আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচের দিকে সবারই নজর ছিল ৷ বিশেষত দু’দলের দুই তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মহম্মদ সালাহ-র উপর ৷ প্রথম জন গোল না পেলেও তাঁর দল টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতে আলাদা নজির গড়েছে ৷ অপরদিকে লিভারপুল এবং মিশরের সমর্থকদের জন্য অত্যন্ত খারাপ খবর হল সালাহ-র চোট ৷ বিশ্বকাপের ঠিক আগেই সালাহ চোট পেয়ে যাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে মিশর শিবির ৷
শনিবার ম্যাচের ৩০ মিনিটেই রিয়াল ডিফেন্ডার র্যামোসের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন মহম্মদ সালাহ ৷ মাঠে চিকিৎসক এসে বেশ কিছুক্ষণ সময় পরিচর্যা চালালেও বিশেষ লাভ হয়নি ৷ এর অল্প কিছুক্ষণ পরেই মাঠ ছাড়তে বাধ্য হন মিশরীয় স্ট্রাইকার ৷ ইংলিশ প্রিমিয়ার লিগে এমরশুমে সবচেয়ে বেশি গোল করা সালাহ-ই বিশ্বকাপে মিশরের সবচেয়ে বড় ভরসা ৷
ম্যাচ শেষে লিভারপুলের কোচ যুরগেন ক্লপ যা বললেন, তাতে খুব একটা আশার আলো এখন দেখতে পাচ্ছেন না মিশরবাসী ৷ লিভারপুল কোচ জানান, ‘‘ সালাহর আঘাত গুরুতর ৷ অত্যন্ত খারাপভাবে চোট পেয়েছে ও৷ এক্স-রে হয়েছে সালাহ-র ৷ ওকে দেখেও মোটেই ভালে লাগছে না ৷ মনে হচ্ছে হয় কলার বোন কিংবা কাঁধ ভেঙেছে ৷ আমরা একজন দারুণ খেলোয়াড়কে হারালাম ৷ হয়ত বিশ্বকাপের আগে মিশর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারাল ৷ ’’
No comments:
Post a Comment