কোটা আন্দোলনের মতোই মানুষ খালেদা জিয়াকে মুক্ত করবে - Ekusher barta

bangla news

Post Top Ad

Responsive Ads Here

কোটা আন্দোলনের মতোই মানুষ খালেদা জিয়াকে মুক্ত করবে

Share This
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আন্দোলনের মাধ্যমে কোটা পদ্ধতির দাবি আদায়ের মতোই এ দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করবে, গণতন্ত্রকে মুক্ত করবে।  খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে বাঁধা।
আজ রোববার বিকেলে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন খন্দকার মোশাররফ।

কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা কেউ জানতাম না, হঠাৎ করে একটা আন্দোলন হলো। কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে গেল। আন্দোলনের তোড়ে শেখ হাসিনা কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হলেন। আগামী দিনে গণতন্ত্রের আন্দোলন, জনগণের অধিকারের আন্দোলনও সেই রকম হবে। জনগণ যখন রাস্তায় নামবে, তখন তারা খালেদা জিয়াকেও এভাবেই মুক্ত করবে। সেই আন্দোলনে রাজশাহীবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আগামীতে বিএনপি ছাড়া এ দেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। খালেদা জিয়াকে ছাড়া সেটা হতে পারে না। তাই খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages