বিশ্বকাপের টিকিটের দাম ৪০ গুণেরও বেশি! - Ekusher barta

bangla news

Post Top Ad

Responsive Ads Here

বিশ্বকাপের টিকিটের দাম ৪০ গুণেরও বেশি!

Share This
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রাশিয়ায় চলছে উৎসব। মাত্র ৫৮ দিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সেরার মূল লড়াই। একাদশতম আসরের জন্য গেলো বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গেছে টিকিট বিক্রি। দায়িত্বে রয়েছে একমাত্র আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। কিন্তু তৃতীয় পক্ষ হিসেবে আরও কিছু ওয়েবসাইটও বিশ্বকাপের টিকিট বিক্রি করছে। খবর বিবিসির।
এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে ৩২ দল। আগামী ১৪ জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২০১৮’র ফুটবল বিশ্বকাপ। এরইমধ্যে বেশ কয়েকটি ম্যাচের টিকিটের দাম ৪০ গুণেরও বেশি চাইছে ওয়েবসাইটগুলো। 
১৮ জুন ইংল্যান্ড মুখোমুখি হবে তিউনিসিয়ার। ফিফার অফিসিয়াল সাইটে এই ম্যাচের একটি প্রথম ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ২৯৬ পাউন্ড। অথচ পাঁচটি ওয়েবসাইট এই টিকিট বিক্রি করছে ৪৮০ পাউন্ড থেকে ১১ হাজার ২৩৭ পাউন্ডে। যা প্রকৃত মুল্যের প্রায় ৪০ গুণ। 
ফিফা এবার টিকিটের ক্ষেত্রে ভক্তদের সতর্ক করে দিয়েছে। তারা জানায়, বাইরের কোনো ওয়েবসাইট থেকে পাওয়া টিকিটের ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারবে না ফিফা। যদি কোন কারণে স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থায় এমন টিকিট সংক্রান্ত কারণে কোনো দর্শক আটকে যান এবং খেলা দেখতে না পারেন সেক্ষেত্রেও ফিফা কোনো দায়িত্ব নেবে না। 
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ছাড়া টিকিট বিক্রি করছে এমন একটি সাইট টিকোম্বো। সাইটটির কর্তৃপক্ষ বিশ্বাস করে তারা কোন বেআইনী কাজ করছে না। 
স্কাই স্পোর্টসের বরাতে এই সাইটটির এক কর্মকর্তা বলেন, ভক্তরা তৃতীয় পক্ষের কাছে টিকিট ক্রয় করছে। এতে যদি ফিফার কোনো সমস্যা থাকে তবে সেটা টিকোম্বোর সঙ্গে নয়, পুরো মুক্ত বাণিজ্যের সঙ্গেই। তাই আমাদের বিরুদ্ধে তোলা অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages